বিটব্যাংকে কেন কাজ করা উচিত ? ১৮০ দিন একটানা ইনকাম | Best Earning Application 2022
ডাউনলোড অ্যাপঃ Click Now
ভিডিওতে সবকিছু জানিয়ে দেয়া হয়েছে । তারপরও এখানে মূল বিষয়গুলি জানিয়ে দেয়া হয়েছে তাই দেখে নিন -
আপনাকে ৪/৫ মাস আগে জানিয়েছিলাম যেহেতু এটা ইনভেস্টমেন্ট অ্যাপ তাই খুব সাবধানে কাজ করুন কারণ এটা ৩ মাসের বেশি সার্ভিস সম্ভবত দিবে না । কিন্তু গত ২ মাস যাবত আমরা দেখতে পাচ্ছি বিবিটি টোকেন লঞ্চ করতে যাচ্ছে বিটব্যাংক অথরিটিজ যা ২০২৩ সালের মার্চ মাসে বিন্যান্সে যুক্ত হতে যাচ্ছে বলে তারা প্রচার করছে । এবং আপনি যখন এখানে জয়েন করবেন তখন অ্যাকাউন্টে কিছু বিবিটি টোকেন ফ্রি দেয়া হচ্ছে এবং সেটা লকড হয়ে আছে । এবং প্রতিদিন ১০ টা করে বিবিটি টোকেন ওয়েলফেয়ার অপশন থেকে "চেক ইন" এর মাধ্যমে ফ্রি পাওয়া যাচ্ছে ।
বিটব্যাংকে ইতিপূর্বে ১/৩/৮/১৫ দিনের ইউএসডিটি ইনকাম প্ল্যান ছিল যেখান থেকে তারা অন্তত ৮% প্রফিট দিয়েছে ।
এই মাসে (১/৯/২০২২), তারা ইউএসডিটি (এন) প্ল্যান চালু করেছে যেখান থেকে অন্তত ১৮০ ডলার বিনিয়োগে ১৮০ দিন পর আপনি ২৮০% প্রফিট পাবেন । মানে টানা ১৮০ দিন এই প্ল্যান থেকে ইনকাম হতেই থাকবে । যেহেতু তারা বিবিটি টোকেন চালু করতে যাচ্ছে তাই আশা করছি এটা ভালো সার্ভিস দিবে ।
এছাড়াও আপনি ১/১৫/৩০ দিন মেয়াদে ইনভেস্ট করতে পারবেন
১ দিন মেয়াদে ইনভেস্ট করলে ০.৫-০.৮% মুনাফা দিবে । যা একদমই কম । কমপক্ষে ১০ ডলার ইনভেস্ট করতে হয় । আপনি একদিন প্ল্যান চালিয়ে যদি ১ ডলারও না পান তাহলে সেটা খুব একটা লাভ হয় না ।
অন্তত ১০০ ডলার বিনিয়োগ করে ১৫ দিন মেয়াদে ১৫% প্রফিট নিতে পারবেন । ১০০ ডলারে প্রায় ১৫ ডলার প্রফিট পাচ্ছেন । যদি ৫০০ ডলার বিনিয়োগ করেন ১৫ দিনের জন্য তাহলে আরও চারগুণ বেশি আয় হচ্ছে ১৫ দিনে । ইতিপূর্বের ভিডিওগুলি থেকে আপনি আমার ইনকামগুলি দেখেছেন যা পূর্বের ভিডিওগুলি থেকে দেখেছেন ।
যারা চতুর্থ আপডেটেও ইনভেস্ট করেছিল তারাও আজকে পর্যন্ত দুইবার পেমেন্ট তুলে ফেলেছে কারণ প্রায় একমাস আগে আমাদের এই আপডেট দেয়া হয়েছিল । যারা চিন্তা ভাবনা করছেন এবং দেরি করবেন তারা পেছনেই থাকবেন ।
এখান থেকে উইথড্র দেয়ার কয়েক ঘণ্টা থেকে শুরু করে একদিনের ভেতর পেমেন্ট চলে আসে । রাতে বা অফিস সময়ের বাইরে উইথড্র করবেন না । এতে ফেইল হবে এবং পুনরায় উইথড্র দিতে হবে ।
বিবিটি টোকেন কনভার্ট করে ইউএসডিটি তুলে নেয়া যায় । তাই বেশি বেশি কাজ করুন ও বন্ধুদের জয়েন করান । এখানে ১০% রেফার কমিশন ও ২% ওয়ার্কিং কমিশন রয়েছে । তাই প্রচুর ইনকাম আপনার জন্য অপেক্ষা করছে ।
এখন ৫০ ডলারে প্রায় ২০ হাজারের বেশি বিবিটি টোকেন পাওয়া যায় যা মার্চের পর আরও কমে যাবে । যেহেতু তারা জানাচ্ছে যে, বিন্যান্সে যুক্ত হতে যাচ্ছে এটা তাই বেশ ভালো প্রফিট হবে আশা করছি ।
একটা অ্যাপ যতই পেমেন্ট করুক না কেন, অলয়েজ নিজ ঝুকিতে কাজ করবেন । আপনাকে শুধু সুযোগ সুবিধা ও পেমেন্টের পরিমাণ বলতে পারি কিন্তু সাহস নিয়ে আপনাকেই আসতে হবে । কেউ জোর করে আনবে না ।
কোন সমস্যা হলে সরাসরি তাদের সাপোর্ট থেকে জেনে নিবেন ও হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে প্রশ্ন করলে অ্যাডমিনরা উত্তর দিবে ।
গ্রুপে কোন স্পামিং করবেন না, অ্যাডমিনরা আপনাকে বের করে দিবে । ভদ্রতা বজায় রাখুন, সুন্দরভাবে কাজ করুন । ধন্যবাদ ।
আমাদের ইউটিউবের সকল আপডেট দ্রুত পেতে চাইলে টেলিগ্রাম চ্যানেল ফলো করুন -
Telegram: Click Now
No comments