About Me
কথায় আছে, মানুষ পাণ্ডিত্য দেখায় পরের ঘরে । কথাটার সাথে খুব দারুণভাবেই মিলে যায় সবকিছু । পড়ালেখা করেছি ব্যবসায় শিক্ষাতে । ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সমাপ্ত করলাম স্থাপত্য বিভাগে । গ্রাজুয়েশন শেষ করেছি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ।
প্রযুক্তির সাথে হুট করেই পরিচয় ২০১২ সালে । এরপর হাটি হাটি পা পা করে এই পথচলা শুরু হল । আমি পড়ালেখার পাশাপাশি গল্প, উপন্যাস পড়তে যতটা পছন্দ করি তারচেয়ে বেশি পছন্দ করি লিখতে । লেখালিখির ঝোঁক থেকেই প্রযুক্তির সাথে পরিচয় বলা যায় ।
আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে । যেখানে প্রযুক্তি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা এবং নানারকম রিভিউ করা হয় ।
সব সময় চেষ্টা করি আপনাদের বিশ্বাসের যেন মূল্যটা দিতে পারি । সেই লক্ষ্যেই কাজ করছি এবং ''অনলাইন হেল্প ৩৬০'' নিয়ে আরও ব্যাপক পরিকল্পনা রয়েছে । আশা করি, ধীরে ধীরে সেদিকে এগিয়ে যাবো আপনাদের সাথে নিয়ে ।
বুঝতে পেরেছেন একসাথে কতগুলো দিকে আমি ছুটেছি !!!
প্রযুক্তির সাথে হুট করেই পরিচয় ২০১২ সালে । এরপর হাটি হাটি পা পা করে এই পথচলা শুরু হল । আমি পড়ালেখার পাশাপাশি গল্প, উপন্যাস পড়তে যতটা পছন্দ করি তারচেয়ে বেশি পছন্দ করি লিখতে । লেখালিখির ঝোঁক থেকেই প্রযুক্তির সাথে পরিচয় বলা যায় ।
আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে । যেখানে প্রযুক্তি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা এবং নানারকম রিভিউ করা হয় ।
সব সময় চেষ্টা করি আপনাদের বিশ্বাসের যেন মূল্যটা দিতে পারি । সেই লক্ষ্যেই কাজ করছি এবং ''অনলাইন হেল্প ৩৬০'' নিয়ে আরও ব্যাপক পরিকল্পনা রয়েছে । আশা করি, ধীরে ধীরে সেদিকে এগিয়ে যাবো আপনাদের সাথে নিয়ে ।
মেহেদী হাসান ঈশান |