টুইটার থেকে মাসে ২০ হাজার টাকা আয় করা কোন ব্যাপারই না । এখুনি শুরু করুন । ১০০% কার্যকরী ।


টুইটারে আমরা কি করি ? টুইট করি, রিটুইট এবং ফলোয়ার বাড়িয়ে নিজের মনের খোরাক জুটাই কেমন হবে আপনার টুইট থেকে যদি বেশ ভালো অংকের ইনকাম হয় ? কি! আকাশ থেকে পড়লেন? ইনকাম তাও কিনা টুইটারে ? আপনি ভাবছেন এপ্রিল আসার আগেই ফুল বানাতে চেষ্টা করছি ? অপেক্ষা করুন -


                                    

টুইটার থেকে আয় করার জন্য প্রথমেই আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে কিংবা থাকতে হবে । কমপক্ষে ১০০ থেকে ৫০০ ফলয়ার এবং মিনিমাম ১০০ টা পোস্ট থাকতে হবে আপনার অ্যাকাউন্টে । আর সবচেয়ে কষ্টের ব্যাপার যেটা, সেটা হচ্ছে ইনকাম করতে অ্যাকাউন্টের বয়স ২৮ দিন কিংবা একমাস হতে হবে ।

আপনি যেটা ভাবছেন এই মুহূর্তে সেটা হচ্ছে কীভাবে টুইটার থেকে ইনকাম হবে ? রাইট ।  শর্টকাটে বলছি, আপনার পোস্টে অ্যাডস বসানো হবে এবং অ্যাডসে ক্লিক করলেই ইনকাম । সবচেয়ে অবাক করা বিষয় হল, বেশিরভাগ অ্যাডসে আপনি নির্ধারণ করে দিতে পারেন যে, প্রতি ক্লিকে কত টাকা চান ? তাহলে বেশ বুঝতেই পারছেন যে আপনি যদি দর কষাকষি করতে চান যে  ক্লিক প্রতি কত টাকা নিবেন তাহলে আপনাকেও বেশ ওজনদার হতে হবে । তবে আপনি যদি ওজনদ্বার নাও হন তাহলেও প্রতি ক্লিকে মিনিমাম ১০ টাকা পাবেনই । আর যদি ওজনদ্বার হয়ে থাকেন তাহলে প্রতি ক্লিকে রেটটা ১৫০-৪০০ ডলার পর্যন্ত হয়ে থাকে । এখানে দেখুন

এবার জানতে ইচ্ছা করছে নিশ্চয় কারা অ্যাডস বসাবে ? আরে ব্রাদার, অ্যাডস দিবে স্পন্সররাঅনলাইনে ভুরি ভুরি স্পন্সর রয়েছে যারা টাকার বস্তা নিয়ে বসে রয়েছে আপনাকে টাকা দেয়ার জন্য তবে আপনাকে বিশ্বস্ত অ্যাডস সাইট খুঁজে নিতে হবে ।
আজকে আমি আপনাদেরকে ৫ টি অ্যাডস স্পন্সর সাইটের সাথে পরিচয় করিয়ে দেবো ।


১. প্রথমেই রয়েছে স্পন্সরড টুইটস এটা টুইটার জগতে বেশ পরিচিত এবং বিশ্বস্ত একটা অ্যাড সাইট যা আপনাকে প্রতি পোস্টের সাথে অ্যাড বসানো এবং প্রতি ক্লিকে কত ডলার চাচ্ছেন সেটা ফিক্সড করে দেয়ার সুযোগ দিচ্ছে তবে এখান থেকে অ্যাডস পেতে আপনার অ্যাকাউন্টে ৫০ জন ফলয়ার এবং ১০০ টা পোস্ট কিংবা টুইট থাকতেই হবে আয় করার জন্য তাড়াহুড়া করার দরকার নেই তারা কিন্তু চেক করে দেখবে আপনি ইনকাম করার জন্য একদিনে ১০০ পোস্ট করেছেন নাকি প্রায় মাসখানেক সময় নিয়ে ১০০ টুইট করেছেন ইঙ্কামের কথা শুনলেই আমরা ভুল করে বসি তাই বেশ সতর্কতার সাথে পা দিতে হবে

২. Post intelligence কিংবা মাই লাইকস এরা আগে মাই লাইকস নামে পরিচিত ছিল এরা বেশ বিখ্যাত টুইটার ছাড়াও ব্লগ, তাম্বলারের মত জনপ্রিয় সাইটের জন্য এডস দিয়ে থাকে । এরা বিভিন্ন এডভারটাইজারের অ্যাডস পিপিসি কিংবা পে পার ক্লিক প্রক্রিয়ায় অ্যাড দিয়ে থাকে প্রতি ক্লিকের জন্য আপনি ৩৪ টাকা পাবেন দৈনিক যদি মাত্র ১০টা ক্লিকও পরে আপনার পোস্টে তাহলে দৈনিক প্রায় ৩৪০ টাকা পকেটে জমা হবে এবং মাসে প্রায় ১০২০০ টাকা  ।  ক্লিক করুন আর যদি ফলয়ার বেশি থাকে তাহলে ক্লিকও বেশি হবে । আর পোস্ট শেয়ারিং এও ক্লিক তো পরবেই ।

৩. অ্যাড.লিঃ  আরেকটি জনপ্রিয় অ্যাডস স্পন্সর নেটওয়ার্কের নাম এরা আপনার প্রতিটা পোস্টে অটো অ্যাডস দিতে থাকে তবে আপনি আবেদন করার পরে তারা আপনার প্রোফাইল চেক করে দেখবে এটা পরিচ্ছন্ন কি না মানে ইনকাম করার জন্য আদর্শ আইডি কি না এখানে রানডমলি অ্যাডস দেয়া হয় না অ্যাড দেয়ার আগে অ্যাডভারটাইজারগণও আপনার প্রোফাইল দেখে নিবে সেটা ঠিকঠাক রয়েছে কি না তারপরই ইনকাম শুরু হবে এদের ইনকাম রেট বেশ লোভনীয়

৪. Rev Twt . এটিও পিপিসি প্লাটফর্ম মানে পে পার ক্লিক সিস্টেমেই টাকা দিয়ে থাকে এদের বিশেষত্ব হচ্ছে আপনার যদি অনেক ফলয়ার থাকে তাহলে নির্দিষ্ট সংখ্যক ফলয়ারের জন্য আপনি আরও বেশি বেশী অ্যাডস ক্যাম্পেইন পাবেন তার মানে একটা পোস্টে একাধিক অ্যাডস যাবে এতে করে ইনকামের পরিমাণ ফুলে উঠে মাত্র ২০ ডলার হলেই তুলতে পারবেন । বিস্তারিত দেখুন 

৫. Twittad . টুইটারের ইতিহাসের প্রথম অ্যাড স্পন্সর নেটওয়ার্ক এই সাইটেও আপনি ক্লিক প্রতি কত চান সেটা নির্দিষ্ট করে দিতে পারেন তবে অ্যাডভারটাইজাররা যদি মনে পরে আপনার প্রোফাইল অনুযায়ী আপনি সঠিক ক্লিক রেট দিয়েছেন তাহলে অ্যাড দেখানোর প্রতিযোগিতা হয় পোস্টে আপনি কোন ধরণের পোস্ট করছেন সেটা প্রতিবারে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন এখানে সেই অনুপাতে এখানে সঠিক অ্যাড বসানো হয় মাত্র ৩০ ডলার হলেই তুলতে পারবেন

আমি একজনকে চিনি যে কিনা তার তিনটা আইডি থেকে ভিন্ন অ্যাডস স্পন্সর নেটওয়ার্ক থেকে মাসে প্রায় ৮০০ ডলারের বেশি ইনকাম করছে এখানে কাজ করার জন্য আইপি সমস্যা নেই পিসি থেকে দশটা আইডি করতে পারেন কিন্তু প্রতিটা আইডিই হতে হবে অরিজিনাল একটা পিসি থেকে আপনি ৫ টা অ্যাকাউন্ট করে পাচটা ভিন্ন অ্যাডস স্পন্সর নেটওয়ার্কে যুক্ত থেকে ইনকাম করতে পারবেন

টুইটার থেকে ইনকামটা বাংলাদেশের মানুষ সেভাবে করতে পারছেনা না জানার কারনে কিন্তু যারা জানে তারা ফুলে ফেপে উঠে যাচ্ছে কেননা, প্রতিযোগিতা শুরু হলেই মান নষ্ট হয় যেমনটা আমরা দেখি ইউটিউবে দর্শকের চেয়ে কন্টেন্ট মেকারের সংখ্যা বেশি তবে মনসম্মত কাজের দ্বারা যেকোনো প্লাটফর্মে ইনকাম করা কঠিন নয় আপনি চাইলে ফেসবুক নিয়ে চিন্তা না করে টুইটার নিয়ে চিন্তা করতে পারেন কেননা, টুইটার থেকে ইনকাম হচ্ছে প্রায় এক দশক হতে চলল তবে ফেসবুকের ইনকাম প্রক্রিয়া এখনো প্রক্রিয়াধীন তবে দারুন একটা টেকনিক জানি, যেটা দিয়ে আপনিও ফেসবুক থেকে সঠিকভাবেই নিয়ম মেনে ইনকাম শুরু করতে পারেন আগামীতে নিয়ে আসবো ফেসবুক নিয়ে ইনকামের প্রসেস

মনে রাখুন, টুইটারে আয় করার জন্য অনেক ওয়ে রয়েছে যেমন,  প্রোফাইল ব্যানার সেল, বায়ার প্রোডাক্টস সেল, এবং স্পেশালি স্পন্সর অ্যাডস । আমি শুধু এখানেই থেমে যাচ্ছি না । আপনাদের সাথে শেয়ার করা পাঁচটি অ্যাডস স্পন্সর নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল নিয়ে আসবো খুব তাড়াতাড়ি । এজন্য আপনাকে সাবস্ক্রাইব করে বেল আইকন মার্ক করে রাখতে হবে যেন আমার সকল পোস্ট এবং ভিডিও আপনি পেয়ে যান । 
ভালো লাগলে বুকমার্ক করুন , বন্ধুদের সাথে শেয়ার করুন এবং  অনলাইন হেল্প ৩৬০ এর সাথেই থাকুন । টাটা ।

এই পোস্ট এর ভিডিও দেখুন - 

যারা পোস্ট পরতে আগ্রহী নন, তারা সরাসরি ভিডিও দেখে নিতে পারেন । বিস্তারিত বলা হয়েছে । আর চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যেন । ধন্যবাদ । 




No comments

Powered by Blogger.