FIVERR GIG এ কি কি DETAILS দেওয়া যাবে না -

আপনার প্রথম গিগ, বা আপনি ঘন্টার পর ঘন্টা সময় লাগিয়ে একটা গিগ বানিয়েছেন। তাই এতেই মনের মাধুরী মিশিয়ে 10 টা Category একটা Gig এ দিয়েই বানিয়েছেন।


আমিও আমার প্রথম গিগ ঠিক এভাবেই বানিয়েছিলাম, কিন্তু এখন এসে বুঝি ব্যাপারগুলোয় কি কি ভুল ছিলো।

যদিও অনেক ভিডিও দেখেছি, কিন্তু সব থিওরী টাইপ। কেউ সরাসরি বা নিজে করে দেখায় না।

তো চলেন এবার দেখি আপনার গিগ এ কি কি করবেন না, এবং কি কি করবেন।




কি কি করবেন না - (আর কি কি করবেন)
  • Gig Title & Description এ Irrelevant Word দিবেন না।
    (আপনার Main Keyword থাকতে হবে Title আর Description (1st Paragraph) এ আপনার Main Keyword থাকতে হবেই)
  • বেশি Highlighter ব্যাবহার কইরেন না.
    (গিগ যেন সহজে পরে মেইন কিছু Word এ ফোকাস যায় তাই হাইলাইট করুন)
  • 10 টা আলাদা সার্ভিস একসাথে মেনশন করবেন না।
    (একটা গিগ এ একটাই সার্ভিস রাখেন - এর Sub Category, Low Competition Keyword উল্লেখ করতে পারেন)
  • গিগ এর প্রথমেই আপনি 10 বছর ধরে গ্রাফিক ডিজাইন করেন (কিন্তু আপনার গিগ Background Removal এর 😅) এইসব বলা যাবে না।
    (আপনার উল্লেখিত অভিজ্ঞতার সাথে যেন আপনার সার্ভিস এর ধরন এর মিল থাকে, যদি BG remove ই করেন 10 বছর তাহলে এখন আপনার বড় বড় কোম্পানির Permanent Client থাকা উচিত)
  • আপনি 24 ঘন্টা ই এক্টিভ থাকেন, এটা মিথ্যা কথা। অপনি কি ঘুমান না? বাথরুম বা গোসল নাহয় বাদ ই দিলাম।
    (ঠিক সময় তাই বলবেন নাহলে সময় উল্লেখ করার তেমন প্রয়োজন নেই)
  • 100% Satisfaction guarantee দিয়েন না, যদি আপনি Expert আর Client Communication Skill ভালো না থাকে।
    (এটা অনেক বড় একটা বিষয়, তাই যদি মেইনটেইন করতে পারেন, দিতে পারেন)
  • GIG IMAGE এ বেশি Text( লিখালিখি) দিবেন না।
    (উসের friendly না হয়ে, লাভ নেই। বায়ার একজন মানুষ, রোবট না)
  • আপনি যেই লেভেল এই থাকেন, Level এর Tag Image গিগ এ দিবেন না.
    (লেভেল গেলেই বাঁশ খাবেন)
  • Personal কোনো লিংক দিবেন না বায়ার বাইরে নেওয়ার জন্য।
    (Portfolio link এর হিসাব আলাদা)
  • সার্ভিস এর বাইরে বেশি কথা দিবেন না।
    ( সার্ভিস এ কোন প্যাকেজ এ কি কি দিচ্ছেন, order এর আগে বায়ারের কি কি জানা প্রয়োজন শুধু তাই দেন।)
  • প্যাকেজ এ কম Information দিবেন না।
    (Word Limit full টাই ব্যবহার করুন)
  • Faq Section ফাঁকা রাখবেন না।
    ( Order এর আগে বায়ারের যা যা জানা লাগবে দিন)
  • Gig এক বসায় বানাবেন না।
    (সময় নিয়ে রিসার্চ করে বানান।)
  • যেই সার্ভিস এর মার্কেট প্রাইজ 50, তা আপনি 40 বা 35 এ দিতে পারেন, 5 এ দিবেন না।
    (5 এ দিবেন, 5 এর মত সার্ভিস, আর সেটা খুব ভালো করেই উল্লেখ করে দিবেন গিগ এ)
  • Social Media Marketing (AKA Fb/Twitter Spamming) করা যাবে না।
    কারণ এসব জায়গায় সেলার বেশি বায়ার থেকে।
    (সেলার রা যখন আপনার গিগ View করবে, তখন আপনার Gig এর Bounce Rate বেড়ে যাবে। দেখেবন Click View হচ্ছে Order নাই, Rank যা আছে তাও থাকবে না)
  • Gig Tags এ Irrelevant জিনিস দিবেন না।
    (প্রথম ট্যাগ এ Main Keyword, তারপর Sub-Keywords গুলো দেন)
  • নীলক্ষেত এর মত ডিজাইন Gig Image এ দিবেন না।
    (বায়ারের চোখ আটকায় এমন ইমেজ আর কালার দিবেন)
  • Gig Image এর সাথে Gig PDF বাদ দিবেন না।
    (আপনার সব Portfolio একটা Doc এ নিয়ে add করে PDF করে নেন। ফাইল সাইজ বড় হলে Online Pdf compressor ব্যবহার করেন।)

    -
    -
লিখা থেকে ব্যাপারগুলো বুঝতে অসুবিধা হলে, কমেন্ট করে জানাতে পারেন। আমি সবাইকে রিপ্লাই দিতে চেষ্টা করি।

সবশেষে এটাই বলবো,
স্কুল কলেজ বা পরীক্ষায় যেমন, ইচ্ছা মত যেকোনো কিছু লিখে দেন না, ঠিক তেমনি Gig এক বসায় তাড়াহুড়ো করে না বানিয়ে Research করে বানান।


Competitor Analysis করে Google Doc এ গিগ লিখেন প্রথমে, তারপর গিগ সাজাতে বসেন।

লেখা - মোঃ আলী নিঝুম 

No comments

Powered by Blogger.