পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান "এরিয়া ৫১ "

পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও গোপন স্থান গুলোর মধ্যে অন্যতম "এরিয়া  ৫১ " । আমেরিকার নেভেদা অঙ্গ রাজ্যের এ জায়গাকে ঘিরে রয়েসে অনেক রহস্য এবং বিভিন্ন গল্প । "এরিয়া  ৫১ " আমেরিকার একটি গোপন সামরিক বাহিনির অপারেশন ঘাটি । "এরিয়া  ৫১ "এর আয়তন ২৬,০০০ বর্গ.কিমি । "এরিয়া  ৫১ " এ সাধারন মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ । কঠিন বেষ্টনী তে ঘেরা এ ঘাটির প্রবেশ পথে লেখা রয়েসে "সংরক্ষিত এলাকার দিকে প্রবেশের চেষ্টা করলেই তাকে গুলি করা হবে " । তাই এই জায়গাটি কে ঘিরে অনেক কৌতূহল বিশ্ববাসীর । কি আছে এর ভিতর ? 
"এরিয়া  ৫১ "এর কর্মকর্তারা জানান ,এর প্রাথমিক উদ্দেশ্য হল পরীক্ষামূলক উড়োজাহাজ তৈরি এবং
উন্নতি সাধন সমর্থন করা । কিন্তু এই স্থানের আশেপাশের বাসিন্দারা জানান ভিন্ন কথা । তারা বলেসেন "এরিয়া  ৫১ " এর আকাশে ফ্লাইং সসারের মত কিছু উড়তে দেখেসেন তারা । আবার অনেকেই বলেসেন যে তারা এমন দ্রুত বিমান উড়তে দেখেসেন যার গতি আকৃতি সাধারন বিমানের মত নয় আবার যুদ্ধ বিমান কোনো টার সাথে  মিলে নাই । "এরিয়া  ৫১ " এ কর্মরত পদার্থ বিজ্ঞানী বব লেজার একটা টিভি সাক্ষাৎকার এ জানান "সেখানে রেটিকুলাম ৪ নামক জ্যোতিষ্ক থেকে আসা এলিয়েন এবং এক ফ্লাইং সসার রয়েসে । অই ভিনদেশী প্রাণীর উচ্চতা  সাড়ে ৩ ফুট ,যার লোমহীন শরীর এবং কালো কালো চোখ রয়েসে । এলিয়েনটির দেহ কাটার পর এর ভেতরে ফুস্ফুস ও হৃৎপিণ্ডর বদলে পাওয়া গেসে বিশাল এক পতঙ্গ । এছাড়া বেতার তরঙ্গের মাধ্যমে এখান থেকে ভিন্গ্রহের প্রাণীদের সাথে যোগাযোগ করা হয়েসে বলে দাবি করেন "এরিয়া  ৫১ "এর অনেক কর্মকর্তা । পত্র পত্রিকা নানা সময়ে রহস্যময় এই জায়গা টি কে ঘিরে নানা মুখরোচক খবর হলে ও সেগুলকে বরাবরই এড়িয়ে গেছেন আমেরিকান সরকার । তবে এত সব বিতর্কই  শেষ নয় ।"এরিয়া  ৫১ "নিয়ে চলমান বিতর্কের সবচেয়ে বড় টি হল মানুষের চাঁদে যাওয়া নিয়ে নাটক । দুনিয়াতে প্রচুর সন্দেহবাদি যাদের ধারনা মানুষ কখন চাঁদে যায়নি । পুরো নাটক টি সাজানো হয়েসে এই এরিয়া ৫১ এর ভিতর । মানুষ প্রথম চাঁদে গিয়েসিল ১৯৬৯ সালে এর পর কেন মানুষ আজ পর্যন্ত আর একবার ও চাঁদে যায় না ? এত বিতর্ক চললেও আমেরিকান সরকার কোনো কিছু  স্বীকার করেনি আজ পর্যন্ত । 

 photo : google

No comments

Powered by Blogger.