পি টি সি অ্যাড দেখে ইনকাম

 অনলাইনে আয় করতে গেলে প্রথমেই আপনি যে কথা টা শুনবেন  সেটা হচ্ছে পিটিসি ( PTC) ।

পিটিসি অর্থ  হচ্ছে পেইড টু ক্লিক । কোন একটি সাইটে একাউন্ট করে বিভিন্ন লিংকে ক্লিক করে ডলার

 ইনকাম করতে হয় । 




pic:google


অনলাইনে সাধারণত দুই  ধরণের পিটিসি সাইট আছে । 

১। জেনুইন পিটিসি সাইট ।

২। ফেইক বা ভুয়া পিটিসি সাইট । 

জেনুইন পিটিসি সাইট গুলো ঠিক মত পেমেন্ট করে । কিন্তু খুবই সামান্য । সাধারণত প্রতি ক্লিকে

 ০.০০১ সেন্ট । 

বাংলাদেশি টাকার হিসেবে মাত্র ৮ পয়সা । ১০০০ ক্লিক করলে মাত্র ১ ডলার বা ৮০ টাকা আয় করা

 যাবে। 

পিটিসি সাইট থেকে দুই টাকা ইনকাম করতে হলে ২৫ টি ক্লিক করতে হবে । এবং প্রতি  ক্লিকে ১০

 থেকে ২০ সেকেন্ড অপেক্ষা করতে হয় । 

এর চেয়ে বেশি পেমেন্ট যারা দেয় তারা সাধারণত ফেইক বা ভুয়া সাইট। 

 পিটিসি সাইট থেকে  ইনকামের দুইটি সাইড আছে 

১। ইনভেস্ট  করে ।

২। রেফারেল এর মাধ্যমে

শুধু রেফারেলের মাধ্যমে যদি ইনকাম করতে চান সেটা ও আহামরি খুব বেশি না । যে পরিমাণ শ্রম দিয়ে

 যে টাকা ইনকাম করবেন টা দিয়ে হয়ত মাসে দুই তিনবার নাস্তা করতে পারবেন । 

আর শেষ উপায় হল ইনভেস্ট  করে ইনকাম করা । বেশ ভাল অঙ্কের টাকা ইনভেস্ট  করে অনেক

 অনেক রেফার কিনে হয়ত আপনি ভাল অঙ্কের টাকা ইনকাম করতে পারেন । তবে এভাবে সফল

 হয়েসে খুব কম  ব্যাক্তি  ।



No comments

Powered by Blogger.