আমিতো ভাই ইংলিশ এ দুর্বল 😢 - বায়ারের সাথে কথা বলতে পারি না - ফ্রিল্যান্সিং টিপস

 টাইটেল দেখে আটকেছেন, মানে আপনার জন্যই এই পোস্ট।


_ জী, এটা আমাদের দেশের ভালো স্কিল্ড সেলারদের ও একটা কমন সমস্যা, কারণ আমরা বাঙালী।

আর ভালো কাজ পারার পরও অর্ডার না পাওয়ার প্রধান কারনের মধ্যেই এটা পরে।

এখন প্রশ্ন হলো সেই হাফ-প্যান্ট কাল থেকে ইংলিশ পরেও আজ পর্যন্ত ভালো হতে পারলাম না, তো এখন কেম্ন ভালো হব?





ব্যাপারটা অতটা কঠিন না, কিন্তু একবারে সহজ ও না।

আপনাকে পুরোপুরি native english speaker হওয়া লাগবে না।

আগে Paragraph যেম্নে কমন ফালাইতেন ঠিক ঐরকম ভাবেই একটা Template ভেবে রাখেন।

আমি কিভাবে করি Client Conversation সেটা আপনাকে একটু বলি।

Step 1: Greetings & Initial Requirements

রীতিমত Buyer আপনার কাছে জানতে চাইবে আপনি তাঁর প্রয়োজনের সার্ভিসটি দিতে পারবেন কি না।
- আপনার উত্তর হবে এরকম (প্রথমেই তাকে বলবেন, আমাকে Contact করার জন্য ধন্যবাদ। আর তাঁর Requirement গুলো আরেকটু বিস্তারিত জানতে চেষ্টা করবেন)
যেমনঃ
Hi Mark, Thanks for reaching out to me. Yes, (the service he asked for) can be achieved. But I need some more information regarding this to provide you with a solution.
Can you tell me-
- (Service related questions)
------------------------------

Step 2: Buyer পটানো

যদিও আপনি ইতোমধ্যে পটানো শুরু করে দিয়েছেন শুরুতেই। এখন সে যখন আরেকটু ডিটেইলস এ আপনাকে বলবে, আপনি ২/১ টা সার্ভিস সম্পরকিত Technical Term ব্যবহার করবেন। (যেমন আপনি যদি Logo ডিজাইন করেন তাহলে বলবেন, তোমার Minimal logo কেমন লাগে?)

- আপনি যত তাঁকে খুটিনাটি প্রশ্ন করবেন বায়ার ততই আপনাকে পছন্দ করতে থাকবে, আর তাঁর ইনবক্স এ থাকা বাকি সেলাররা তাঁর লিস্ট থেকে বাদ পরতে থাকবে।
(* কিন্তু অবশ্যই বায়ারের মুড খেয়াল রাখবেন, হুদাই পেচাল করতে গেলে হিতে বিপরীত হতে পারে)
------------------------------

Step 3: Budget Fixing

এই মুহূর্তে আমার সব Requirement জানা হয়ে গিয়েছে, আমি এখন Confident যে আমি পারবো। এখন বাজেট নির্ধারণের পালা।
ক্লাইয়েন্টকে বলবো (এই সার্ভিস এর জন্য আমার গিগ এ যদিও ১০০ টাকা বলা, কিন্তু যেহেতু এটা তোমার সাথে আমার প্রথম প্রজেক্ট, তাই আমি চেস্টা করবো তোমার বাজেটের সাথেই আগাতে)
- এই মেসেজ দিলে বায়ার আর কোথাও যাওয়ার চিন্তা করবে না। কারণ তাঁরা নিজেরা সব কিছুর Control এ থাকতে চায়। কিন্তু আপনি ১০০ টাকা মেনশন করে তাঁর Budget কে Anchor করে দিয়েছেন।

এখন সে নিজেই দেখবেন ১০০ না হলেও ১০০ এর আসে পাশে বলবে 😜
------------------------------

Step 4: Agree / Deny

Successful হলে Custom Offer পাঠান, কিন্তু যদি বলে আমার কিছুদিন সময় লাগবে ভাবতে তাহলে বলবেন
(Sure, take your time. No hurry. You can contact me anytime and I will get back to you)
(এভাবে সে গেলেও আপনার কথাই ভাববে 😃)

যদি বলে, নাহ করবো নাঃ তখনও বলবেন,
It's okay, if you need (Mention your services list here) anything of these services then please contact me anytime. I would love to help again.

-----------------------------------------


ইংলিশ ইম্প্রুভ করতে চাইলে এই ফ্রি রিসোর্স গুলো দেখতে পারেনঃ

- Chrome Extensions
Double click to translate: (যেকোনো অজানা ওয়ার্ড এ ডাবল ক্লিক করে জেনে নেন অর্থ)
https://chrome.google.com/.../RS%3DBBFW...
Grammarly: (আপনার কমন গ্রামার মিস্টেক ফিক্স করেন ! ইম্পরট্যান্ট ব্যাপার)
https://chrome.google.com/webstore/detail/grammarly-for-chrome/kbfnbcaeplbcioakkpcpgfkobkghlhen?hl=en

- BYLCx এর ফ্রি কোর্স (২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত সব কোর্স ফ্রি, এগুলা শেষ করে যা যা ইচ্ছা দেখে ফেলেন)

https://x.bylc.org/.../quick-guide-to-english-grammar...
https://x.bylc.org/slides/english-grammar-essentials-57

------------------------

সুলতান নীর ভাই এর গ্রুপঃ ( এখানে নিয়মিত স্কাইপ এ স্পিকিং প্যাক্টিস হয় - আমি নিজেও একসময় করেছিলাম কয়েকদিন)

https://www.facebook.com/groups/LearnEnglishForTomorrow

_
সবশেষে এটাই বলবো, ব্যাপারগুলো অতটা কঠিন না। আপনি শুরু করেন, অনেক কিছু পেয়ে যাবেন।
কিন্তু যা যা শিখবেন অবশ্যই কাজে লাগাতে হবে।

আপনি যদি এই পর্যন্ত পড়ে থাকেন, তাঁর মানে হল আপনি অনেক আগ্রহী স্কিল বাড়ানোর জন্য - তাই আপনাকে দিয়েই হবে!

লেখা - মোঃ আলী নিঝুম 

No comments

Powered by Blogger.